প্রোফেশনাল রেসলিংয়ে, ইন্ডি/ইন্ডিপেন্ডেন্ট প্রমোশন বলতে বোঝায় অনেক গুলো ইন্ডিপেনডেন্ট প্রমোশন বা অনেক গুলো ইন্ডি শো/প্রমোশন-এর যৌথ রুপ যেগুলা খুব একটা জনপ্রিয় না অথবা টিভিতে সম্প্রচার করা হয়না। । ইন্ডি শো গুলো WWE বা Impact Wrestling -এর থেকে পরিসরে ছোট। 

যারা ইন্ডি শো তে রেস্লিং করে তাদের বলা হয় ইন্ডি রেস্লার। আবার, যারা শুধু একটি ইন্ডি শো -তে রেস্লিং করে তাদের বলা হয়, "working the indies" আর যারা একাধিক ইন্ডি শো-তে রেস্লিং করে তাদের বলা হয়, "working the indie circuit"

ইন্ডি শোগুলি হয় ছোট স্টেডিয়াম-এ, খোলা মাঠে, গ্যারেজ-এ কিংবা চার্চে। ইন্ডি শো গুলো কখনো-কখনো শুধু একটা নিদিষ্ট স্থানে হয়। কখনো আবার বিভিন্ন শহর ঘুরে ঘুরে হয়। মনে করেন, লন্ডনে কোন ইন্ডি শো হল। তারপর তার আশে-পাশে যে শহর গুলো আছে সেই শহর গুলো-তে তারা শো করবে।

আপনি চাইলে কোন ইন্ডি শো-এর প্রডিউসার হতে পারবেন। ধরুন, আপনি বিশাল বড়লোক। আপনি আপনার কয়েকজন বন্ধুকে নিয়ে আরামে রেস্লিং দেখবেন। আর কোন দর্শক থাকবে না এবং আপনি যে ধরনের ম্যাচ দেখতে চাবেন তা তারা দেখাবে, শুধু আপনার পকেটে টাকা থাকা চাই। আপনি চাইলে, স্ক্রিপ্ট অনুযায়ী দুই শত্রু একসাথে ট্যাগ টিম ম্যাচও খেলতে পারে।

ইন্ডি রেস্লার-দের আয় WWE-তে আয় করা রেস্লারদের তুলনায় কিছুই না। আপনিও ইচ্ছা করলে ইন্ডি রেস্লার হতে পারবেন। ইন্ডি রেস্লার-রা রেস্লিং স্কুল থেকে হাল্কা-পাতলা রেস্লিং শিখলেও আসল রেস্লিং শেখে ইন্ডি সার্কিট থেকে। সেখানে তারা ট্রেনিং করে, ডেমো ম্যাচ খেলে, ট্রেনার-রা তাদের রেস্লিং শেখায়। অনেক সময় খোদ অন্য বড় রেস্লার-রা এসে রুকি রেস্লারদের রেস্লিং শেখায়। বলতে গেলে কোন রেস্লার-ই একটা ইন্ডি প্রমোশনে পড়ে থাকে না। তারা দেশ-বিদেশে ঘুরে-ঘুরে রেস্লিং করে এবং রেস্লিং শিখে। তাছাড়া, রেস্লিং করার পাশাপাশি অনেকেই Martial Arts বা Jujitsu শেখে। কেউ-কেউ আবার অ্যাক্টিং স্কুলে যায়। শুধু ইন্ডি ম্যাচ খেলে মাস চালানো ইন্ডি রেস্লারদের জন্য কষ্টকর হয়ে যায় বলে তারা পার্ট-টাইম চাকরি করে।

কোন কোন ইন্ডি শো প্রতিদিন হয় আবার কোন ইন্ডি শো সপ্তাহে একবার হয়। ধরুন, আপনি কোন এক প্রমোশনের জন্য রেস্লিং করেন। কিন্তু আপনার উপর কোন বাঁধা থাকবে না যে আপনি অন্য প্রমোশনের জন্য রেস্লিং করতে পারবেন না। বেশিরভাগ ইন্ডি রেস্লারদের ম্যানেজার থাকে না বলে বুকার-রা সাধারণত ফোন করে বা ইমেইল-এর মাধ্যমে তাদের জিজ্ঞেস করে তারা ম্যাচ খেলতে ইচ্ছুক কিনা আর থাকলে কবে,কখন এবং কার সাথে কি রকম খেলতে হবে। ইন্ডি রেস্লার-রা নিজেদের মতো করে ফিউড সাজাতে পারে। যেমন টা করেছিল Kevin Steen (Kevin Owens)। তার লেখা Kevin Steen vs. El Generico (Sami Zayn) ফিউডটি সেই বছরের 'Feud of the year'-এর খেতাব পায়।

অনেকেই মনে করে যে WWE বাদে সব রেসলিং প্রমোশনই ইন্ডি প্রমোশন কিন্তু এটা ভুল। বর্তমানে WWE, IMPACT, ROH (Ring of Honor) ও NJPW (New Japan Pro Wrestling) এই চারটি রেসলিং প্রমোশনকে ইন্ডি প্রমোশন হিসেবে ধরা হয়না। কারণ রেসলিং প্রমোশন হিসেবে এগুলা একদম পরিপূর্ণ।কিন্তু অনেকেই এখনো ROH ও NJPW কে ইন্ডি প্রমোশন হিসেবে ধরে। যেটা মোটেই উচিত না।


♦ ROH ও NJPW ইন্ডি প্রমোশন না হওয়ার কারণঃ 

 একটা পূর্ণাঙ্গ রেসলিং প্রমোশনের প্রতি সপ্তাহে বিভিন্ন শহরে, কিংবা একটি বড় শহরের বিভিন্ন অঞ্চলে শো করার সামর্থ্য আছে। কিন্তু ইন্ডি প্রমোশনগুলার বিভিন্ন শহর তো দুরেই থাক, একটা নির্দিষ্ট অঞ্চলেও প্রতি সপ্তাহে শো করতে অনেক হিমশিম খেতে হয়।

 NJPW, ROH, WWE এর মতো রেসলিং প্রমোশনগুলার জন্য একটা স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক জড়ো করানো কোনো ব্যাপারই না। কিন্তু ইন্ডি প্রোমোটারদের জন্য কয়েক হাজার কেন, কয়েকশো দর্শক ড্র করাটাও অনেক বড় ব্যাপার।

 NJPW, ROH এর মতো রেসলিং প্রমোশনগুলার জন্য প্রতি সপ্তাহে বড় বড় স্টেডিয়ামে শো করা কোনো ব্যাপারই না এবং তারা করেও। কিন্তু ইন্ডি প্রোমোটারদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তাদের বিভিন্ন জিম, হল কিংবা রুমে শো করতে হয়।

 ইন্ডি প্রমোশনে কাজ করা রেসলাররা যে পরিমাণ অর্থ উপার্জন করে সেটা কখনো কখনো তাদের ভরণ-পোষণের জন্য যথেষ্ট হয়না, যার কারণে রেসলিংয়ের পাশাপাশি তারা বিভিন্ন পার্ট টাইম জবও করে থাকে। কিন্তু NJPW, ROH এর রেসলাররা সেখানে কাজ করে যত আয় করে তা WWE এর মতো অনেক বেশি না হলেও তারা ভালোই অর্থ উপার্জন করে যা দিয়ে খুব ভালোভাবেই তাদের দিনকাল চলে যায়।

 ইন্ডি প্রমোশনগুলার শো আপনি সারা বিশ্বের কোনো চ্যানেলে খুজে পাবেন না। কিন্তু NJPW, ROH, WWE ও IMPACT এই চারটি রেসলিং প্রমোশনের সাপ্তাহিক শোই টিভিতে সম্প্রচার করা হয়। এমনকি ভারতেও ROH এর সাপ্তাহিক শো এর সম্প্রচার করা হয়।

• পূর্ণাঙ্গ রেসলিং প্রমশনগুলায় ডেবিউয়ের আগে সপ্তাহের পর সপ্তাহ একজন রেসলারকে ট্রেনিং এর মাধ্যমে প্রস্তুত করা হয়। যেমন, NJPW এর dojo তে রেসলারদের ট্রেইন করিয়ে রেডি করা হয়, WWE তে রেসলারদের ট্রেনিংয়ের জন্য পার্ফরমেন্স সেন্টার আছে, তাদের ডেভেলপমেন্টাল টেরিটরি; NXT আছে। সেখানে রেসলিং করে নিজেকে প্রস্তুত করার পরেই একজন রেসলার মেইন রোস্টারে ডেবিউ করতে পারবে। কিন্তু এমন অনেক ইন্ডি রেসলারই আছে যাদের রেসলিংয়ের জন্য পর্যাপ্ত ট্রেনিং নাই। এমনকি তারা কোনো রেসলিং স্কুলেও ট্রেনিং নেয়নাই।

একসময় হয়ত NJPW, ROH কে ইন্ডি প্রমোশন হিসেবে ধরা হত, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়। একটি পূর্ণাঙ্গ রেসলিং প্রমোশনের যেসব যোগ্যতা থাকা দরকার তার সবগুলোই এই দুই প্রমোশনের মধ্যে আছে। অতএব বলা যায় যে, NJPW, ROH ইন্ডি প্রমোশন না।


♦ ইন্ডিকে অনেকে পছন্দ করেন নাঃ 


অনেক লোক ইন্ডি-রেস্লিং পছন্দ করে না। তাদের মতে ইন্ডি রেস্লিং বাজে কারণ সেখানে, রেস্লারদের ভালো গিমিক নাই, ভালো রিং গিয়ার নাই, রেস্লারদের ভালো এন্ট্রেন্স মিউজিক নাই, শো শুরু হওয়ার আগে আতোষবাজি বাজি ফোটে না, বেশি আলো নাই, বেশি দর্শক নাই, ছোট জায়গায় খেলা হয়, Powerhouse রেস্লার হাতেগোনা কয় জন আছে, বেশিরভাগ রেস্লার-ই লাফালাফি বেশি করে, fast paced wrestling হয় এবং আরো কত কি! 

কিন্তু আমরা কেন ইন্ডি সার্কিট পছন্দ করি? কারণ, এখানে শুধুমাত্র এবং শুধুমাত্র টেলেন্টেড রেস্লারদের পুশ দেওয়া হয়, শুধুমাত্র সোনার ডিম পাড়া হাঁস কে-ই পুশ দেওয়া হয় না,  দারুণ সব ম্যাচ হয় ইত্যাদি। সবাই তো আর Vince Mcmahon -এর মতো বড়লোক না যে ডেকোরেশন-এর উপর এত টাকা ব্যয় করবে। Vince এইসব ইন্ডি রেস্লারদের পুশ দিতে চায় না,  কারণ,  তারা WWE originals রেস্লার না। অপরদিকে তার-ই জামাই ট্রিপল এইচ ইন্ডি রেস্লারদের ভালো দেখভাল করছেন এবং তাদের ভালো মূল্য দিচ্ছেন। আশা করি ইন্ডি রেসলারদের গুরুত্ব সবাই বুঝতে পারবে। 

• লেখকঃ Abid Shahriar, Sabbir Rahman Leon

ইন্ডি সার্কিট / ইন্ডিপেন্ডেন্ট প্রমোশন কী? - জেনে নিন।


প্রোফেশনাল রেসলিংয়ে, ইন্ডি/ইন্ডিপেন্ডেন্ট প্রমোশন বলতে বোঝায় অনেক গুলো ইন্ডিপেনডেন্ট প্রমোশন বা অনেক গুলো ইন্ডি শো/প্রমোশন-এর যৌথ রুপ যেগুলা খুব একটা জনপ্রিয় না অথবা টিভিতে সম্প্রচার করা হয়না। । ইন্ডি শো গুলো WWE বা Impact Wrestling -এর থেকে পরিসরে ছোট। 

যারা ইন্ডি শো তে রেস্লিং করে তাদের বলা হয় ইন্ডি রেস্লার। আবার, যারা শুধু একটি ইন্ডি শো -তে রেস্লিং করে তাদের বলা হয়, "working the indies" আর যারা একাধিক ইন্ডি শো-তে রেস্লিং করে তাদের বলা হয়, "working the indie circuit"

ইন্ডি শোগুলি হয় ছোট স্টেডিয়াম-এ, খোলা মাঠে, গ্যারেজ-এ কিংবা চার্চে। ইন্ডি শো গুলো কখনো-কখনো শুধু একটা নিদিষ্ট স্থানে হয়। কখনো আবার বিভিন্ন শহর ঘুরে ঘুরে হয়। মনে করেন, লন্ডনে কোন ইন্ডি শো হল। তারপর তার আশে-পাশে যে শহর গুলো আছে সেই শহর গুলো-তে তারা শো করবে।

আপনি চাইলে কোন ইন্ডি শো-এর প্রডিউসার হতে পারবেন। ধরুন, আপনি বিশাল বড়লোক। আপনি আপনার কয়েকজন বন্ধুকে নিয়ে আরামে রেস্লিং দেখবেন। আর কোন দর্শক থাকবে না এবং আপনি যে ধরনের ম্যাচ দেখতে চাবেন তা তারা দেখাবে, শুধু আপনার পকেটে টাকা থাকা চাই। আপনি চাইলে, স্ক্রিপ্ট অনুযায়ী দুই শত্রু একসাথে ট্যাগ টিম ম্যাচও খেলতে পারে।

ইন্ডি রেস্লার-দের আয় WWE-তে আয় করা রেস্লারদের তুলনায় কিছুই না। আপনিও ইচ্ছা করলে ইন্ডি রেস্লার হতে পারবেন। ইন্ডি রেস্লার-রা রেস্লিং স্কুল থেকে হাল্কা-পাতলা রেস্লিং শিখলেও আসল রেস্লিং শেখে ইন্ডি সার্কিট থেকে। সেখানে তারা ট্রেনিং করে, ডেমো ম্যাচ খেলে, ট্রেনার-রা তাদের রেস্লিং শেখায়। অনেক সময় খোদ অন্য বড় রেস্লার-রা এসে রুকি রেস্লারদের রেস্লিং শেখায়। বলতে গেলে কোন রেস্লার-ই একটা ইন্ডি প্রমোশনে পড়ে থাকে না। তারা দেশ-বিদেশে ঘুরে-ঘুরে রেস্লিং করে এবং রেস্লিং শিখে। তাছাড়া, রেস্লিং করার পাশাপাশি অনেকেই Martial Arts বা Jujitsu শেখে। কেউ-কেউ আবার অ্যাক্টিং স্কুলে যায়। শুধু ইন্ডি ম্যাচ খেলে মাস চালানো ইন্ডি রেস্লারদের জন্য কষ্টকর হয়ে যায় বলে তারা পার্ট-টাইম চাকরি করে।

কোন কোন ইন্ডি শো প্রতিদিন হয় আবার কোন ইন্ডি শো সপ্তাহে একবার হয়। ধরুন, আপনি কোন এক প্রমোশনের জন্য রেস্লিং করেন। কিন্তু আপনার উপর কোন বাঁধা থাকবে না যে আপনি অন্য প্রমোশনের জন্য রেস্লিং করতে পারবেন না। বেশিরভাগ ইন্ডি রেস্লারদের ম্যানেজার থাকে না বলে বুকার-রা সাধারণত ফোন করে বা ইমেইল-এর মাধ্যমে তাদের জিজ্ঞেস করে তারা ম্যাচ খেলতে ইচ্ছুক কিনা আর থাকলে কবে,কখন এবং কার সাথে কি রকম খেলতে হবে। ইন্ডি রেস্লার-রা নিজেদের মতো করে ফিউড সাজাতে পারে। যেমন টা করেছিল Kevin Steen (Kevin Owens)। তার লেখা Kevin Steen vs. El Generico (Sami Zayn) ফিউডটি সেই বছরের 'Feud of the year'-এর খেতাব পায়।

অনেকেই মনে করে যে WWE বাদে সব রেসলিং প্রমোশনই ইন্ডি প্রমোশন কিন্তু এটা ভুল। বর্তমানে WWE, IMPACT, ROH (Ring of Honor) ও NJPW (New Japan Pro Wrestling) এই চারটি রেসলিং প্রমোশনকে ইন্ডি প্রমোশন হিসেবে ধরা হয়না। কারণ রেসলিং প্রমোশন হিসেবে এগুলা একদম পরিপূর্ণ।কিন্তু অনেকেই এখনো ROH ও NJPW কে ইন্ডি প্রমোশন হিসেবে ধরে। যেটা মোটেই উচিত না।


♦ ROH ও NJPW ইন্ডি প্রমোশন না হওয়ার কারণঃ 

 একটা পূর্ণাঙ্গ রেসলিং প্রমোশনের প্রতি সপ্তাহে বিভিন্ন শহরে, কিংবা একটি বড় শহরের বিভিন্ন অঞ্চলে শো করার সামর্থ্য আছে। কিন্তু ইন্ডি প্রমোশনগুলার বিভিন্ন শহর তো দুরেই থাক, একটা নির্দিষ্ট অঞ্চলেও প্রতি সপ্তাহে শো করতে অনেক হিমশিম খেতে হয়।

 NJPW, ROH, WWE এর মতো রেসলিং প্রমোশনগুলার জন্য একটা স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক জড়ো করানো কোনো ব্যাপারই না। কিন্তু ইন্ডি প্রোমোটারদের জন্য কয়েক হাজার কেন, কয়েকশো দর্শক ড্র করাটাও অনেক বড় ব্যাপার।

 NJPW, ROH এর মতো রেসলিং প্রমোশনগুলার জন্য প্রতি সপ্তাহে বড় বড় স্টেডিয়ামে শো করা কোনো ব্যাপারই না এবং তারা করেও। কিন্তু ইন্ডি প্রোমোটারদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তাদের বিভিন্ন জিম, হল কিংবা রুমে শো করতে হয়।

 ইন্ডি প্রমোশনে কাজ করা রেসলাররা যে পরিমাণ অর্থ উপার্জন করে সেটা কখনো কখনো তাদের ভরণ-পোষণের জন্য যথেষ্ট হয়না, যার কারণে রেসলিংয়ের পাশাপাশি তারা বিভিন্ন পার্ট টাইম জবও করে থাকে। কিন্তু NJPW, ROH এর রেসলাররা সেখানে কাজ করে যত আয় করে তা WWE এর মতো অনেক বেশি না হলেও তারা ভালোই অর্থ উপার্জন করে যা দিয়ে খুব ভালোভাবেই তাদের দিনকাল চলে যায়।

 ইন্ডি প্রমোশনগুলার শো আপনি সারা বিশ্বের কোনো চ্যানেলে খুজে পাবেন না। কিন্তু NJPW, ROH, WWE ও IMPACT এই চারটি রেসলিং প্রমোশনের সাপ্তাহিক শোই টিভিতে সম্প্রচার করা হয়। এমনকি ভারতেও ROH এর সাপ্তাহিক শো এর সম্প্রচার করা হয়।

• পূর্ণাঙ্গ রেসলিং প্রমশনগুলায় ডেবিউয়ের আগে সপ্তাহের পর সপ্তাহ একজন রেসলারকে ট্রেনিং এর মাধ্যমে প্রস্তুত করা হয়। যেমন, NJPW এর dojo তে রেসলারদের ট্রেইন করিয়ে রেডি করা হয়, WWE তে রেসলারদের ট্রেনিংয়ের জন্য পার্ফরমেন্স সেন্টার আছে, তাদের ডেভেলপমেন্টাল টেরিটরি; NXT আছে। সেখানে রেসলিং করে নিজেকে প্রস্তুত করার পরেই একজন রেসলার মেইন রোস্টারে ডেবিউ করতে পারবে। কিন্তু এমন অনেক ইন্ডি রেসলারই আছে যাদের রেসলিংয়ের জন্য পর্যাপ্ত ট্রেনিং নাই। এমনকি তারা কোনো রেসলিং স্কুলেও ট্রেনিং নেয়নাই।

একসময় হয়ত NJPW, ROH কে ইন্ডি প্রমোশন হিসেবে ধরা হত, কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছুরই পরিবর্তন হয়। একটি পূর্ণাঙ্গ রেসলিং প্রমোশনের যেসব যোগ্যতা থাকা দরকার তার সবগুলোই এই দুই প্রমোশনের মধ্যে আছে। অতএব বলা যায় যে, NJPW, ROH ইন্ডি প্রমোশন না।


♦ ইন্ডিকে অনেকে পছন্দ করেন নাঃ 


অনেক লোক ইন্ডি-রেস্লিং পছন্দ করে না। তাদের মতে ইন্ডি রেস্লিং বাজে কারণ সেখানে, রেস্লারদের ভালো গিমিক নাই, ভালো রিং গিয়ার নাই, রেস্লারদের ভালো এন্ট্রেন্স মিউজিক নাই, শো শুরু হওয়ার আগে আতোষবাজি বাজি ফোটে না, বেশি আলো নাই, বেশি দর্শক নাই, ছোট জায়গায় খেলা হয়, Powerhouse রেস্লার হাতেগোনা কয় জন আছে, বেশিরভাগ রেস্লার-ই লাফালাফি বেশি করে, fast paced wrestling হয় এবং আরো কত কি! 

কিন্তু আমরা কেন ইন্ডি সার্কিট পছন্দ করি? কারণ, এখানে শুধুমাত্র এবং শুধুমাত্র টেলেন্টেড রেস্লারদের পুশ দেওয়া হয়, শুধুমাত্র সোনার ডিম পাড়া হাঁস কে-ই পুশ দেওয়া হয় না,  দারুণ সব ম্যাচ হয় ইত্যাদি। সবাই তো আর Vince Mcmahon -এর মতো বড়লোক না যে ডেকোরেশন-এর উপর এত টাকা ব্যয় করবে। Vince এইসব ইন্ডি রেস্লারদের পুশ দিতে চায় না,  কারণ,  তারা WWE originals রেস্লার না। অপরদিকে তার-ই জামাই ট্রিপল এইচ ইন্ডি রেস্লারদের ভালো দেখভাল করছেন এবং তাদের ভালো মূল্য দিচ্ছেন। আশা করি ইন্ডি রেসলারদের গুরুত্ব সবাই বুঝতে পারবে। 

• লেখকঃ Abid Shahriar, Sabbir Rahman Leon